Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

যুবদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর,

লালমনিরহাট জেলাধীন  লালমনিরহাট সদর,উপজেলা কার্যালয় কর্তৃক উপজেলার

কর্মপ্রত্যাশী বেকার যুবদের  মুলতঃ উদবুদ্ধুকরণ, প্রশিক্ষণ ও সহজ শর্তে

ঋণ প্রদান করে থাকে। এ সংক্রান্ত সকল তথ্যাদিসহ আরো যে সকল সেবা

প্রদান করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো।

 

সিটিজেন চার্টার

যুব উন্নয়ন অধিদপ্তর, লালমনিরহাট জেলাধীন  লালমনিরহাট সদর উপজেলা কর্তৃক প্রদত্ত সেবা কার্যক্রমঃ

 

যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা প্রদান করে থাকে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ

১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ

যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।
খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।

 প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ

জেলা পর্যায়ে:

ট্রেডের নামঃ জেলা পর্যায়ে
১।গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

§                      মেয়াদঃ ২ মাস ১৫ দিন।

§                      প্রশিক্ষণ শুরুর সময়  ঃজুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫ তারিখ।

§                      আসন সংখ্যা-60জন( আবাসিক)।

§                      শিক্ষাগত যোগ্যতা– ৮মশ্রেণীপাস।

§                      কোর্স ফি-১০০টাকা।

§                      প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের 4500/=টাকা ভাতা প্রদান করা হয়।

2।পোষাকতৈরী( মহিলাদেরজন্য।

§                     মেয়াদ– ৪মাস

§                     প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই ও জানুয়ারী মাসের ১ তারিখ।

§                     আসন সংখ্যা- ৪০জন। ( অনাবাসিক)।

§                     শিক্ষাগত যোগ্যতা– ৮মশ্রেণীপাস।

§                     কোর্স ফি– ৫০টাকা।

3। মৎসচাষ।

§                     মেয়াদ-১মাস।

§                     প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি মাসের ১ তারিখ।

§                     আসন সংখ্যা– ২০জন।

§                     শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।

§                     কোর্স ফি– ৫০টাকা।

4। কম্পিউটার।

§                     মেয়াদ-৬মাস।

§                     প্রশিক্ষণ শুরুর সময়– জানুয়ারী ও জুলাই  মাসের ১ তারিখ।

§                     আসনসং খ্যা– ৪০জন।

§                     শিক্ষাগত যোগ্যতা– এইস,এস,সি,শ্রেণী পাস।

§                     কোর্স ফি– ১০০০টাকা।

5।রেফ্রিজারেশনএন্ডএয়ারকন্ডিশনিং।

§                     মেয়াদ-৬মাস।

§                     প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই  মাসের ১ তারিখ।

§                     আসন সংখ্যা– ৩০জন।

§                     শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।

§                     কোর্স ফি– ৩০০টাকা।

6।ইলেক্ট্রনিক্স ।

§                     মেয়াদ-৬মাস।

§                     প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই  মাসের ১ তারিখ।

§                     আসন সংখ্যা– ৩০জন।

§                     শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।

§                     কোর্স ফি– ৩০০টাকা।

7। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউসওয়ারিং।

§                     মেয়াদ-৬মাস।

§                     প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই  মাসের ১ তারিখ।

§                     আসন সংখ্যা– ৩০ জন।

§                     শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণীপা স।

§                     কোর্স ফি– ৩০০টাকা।

প্রশিক্ষণ সমুহ  গ্রহণে আগ্রহী লালমনিরহাট জেলার  যুব/যুবমহিলাগন  যোগাযোগ করবেন।

উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
যুব ভবন, হাড়ীভাঙ্গা,
লালমনিরহাট ।
 

অথবা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,লালমনিরহাট জেলার সকল উপজেলা।

টেলিফোন; 059161579।ইমেইল-ddlalmonirhat@dyd.gov.bd

উপজেলা পর্যায়ে

  অপ্রাতিষ্ঠানিক( ভ্রাম্যমান) ট্রেড সমূহঃ

সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন/ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হিসেবে ব্যাবহার করা হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়। অপ্রাতিষ্ঠনিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না।

 

যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ

§                     পারিবারিক হাঁসমুরগি পালন

§                     গরু মোটা-তাজাকরন।

§                     গাভি পালন।

§                     বসত বাড়ীতে সব্জী চাষ।

§                     নার্সারি বনায়ন।

§                     ছাগল পালন।

§                     মৎস চাষ।

§                     পোষাক তৈরি।

§                     এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয়। যোগাযোগেরঠিকানাঃ

§                     উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, লালমনিরহাট।

                                              ঋন কর্মসূচি

যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই  ধরণের ঋণ দিয়ে থাকে।

১) ব্যক্তি ঋণ।
২) গ্রুপ ঋণ

ব্যক্তি ঋন/যুব ঋনঃ- শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর লাভজনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয়। ব্যাক্তি শ্রেণী ঋণ আবার দুই প্রকার।
1) প্রাতিষ্ঠানিকঃ প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর অনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান  সর্বোচ্চ 100000/ হাজার টাকা।

2) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণ কারিযুবদের প্রকল্প বৃদ্ধির জন্য সর্বোচ্চ 60000/হাজার টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয়।

সফল ভাবে ঋনপরিশোধকারীকে ৩ বার ঋণ প্রদান করা হয়।ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ৫% এ নির্ধারিত হয়।

যোগাযোগের ঠিকানাঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, লালমনিরহাট।

 

গ্রুপঋন

পরিবারে সদস্যদের নিয়ে গ্রুপ গঠন করে এ প্রকারের ঋণ দেয়া হয়। এ ঋণ পরিবারভিত্তিক  প্রদান করা হয়।পারিবারিক ঐতিহ্যরক্ষা  ও মুল্যবোধ  সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রিতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্য দিয়ে  স্বকর্মসংস্থান সৃষ্টিই এ প্রকার ঋণ কর্মসূচির মুল লক্ষ্য।
কর্মসূচির আওতায় ৫ জন সদস্য নিয়ে ১ টি গ্রুপ এবং ৮-১০টি গ্রুপ নিয়ে ১টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি সদস্য ১ম দফায় ৮০০০/ টাকা করে ঋণ পায় ৩ সপ্তাহ গ্রেস পিরিয়ড বাদে ৫০ সপ্তাহে এ ঋণ পরিশোধ করতে হয়। পরিশোধের পর ধারাবাহিক ভাবে ৫ম দফা পর্যন্ত ঋণ দেয়া হয়। প্রতি দফায় ঋণের পরিমান ২০০০/ টাকা করে বৃদ্ধি পায়  অর্থাৎ ৫ম দফায় একজন ঋন গ্রহিতা ১৬০০০/ টাকা ঋণ পায়। যদি ১টি পরিবারের ৫ জন সদস্য থাকে তবে সে পরিবার ৫ম দফায় ৮০০০০/ টাকা ঋণপায়। সার্ভিস চার্জ ৫% ।

যোগাযোগেরঠিকানা ঃলালমনিরহাট সদর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

যুব সংগঠন তালিকাভূক্তি করণঃ

বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত করণের দ্বায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী  হিসেবে যুব সংগঠন তালিকাভূক্তি করে।

যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, লালমনিরহাট। অথবা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।

যুব সংগঠনকে অনুদান প্রদানঃ

যুব সংগঠন সমূহকে দেশ গঠন মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়। তাছাড়া কর্মসূচি সুষ্ঠ ভাবে বাস্তবায়নের জন্য সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকে ও অনুদান দেয়া হয়

যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, লালমনিরহাট। অথবা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।সংশ্লিষ্ট উপজেলা।

সার্কইয়ূথএওয়ার্ডদক্ষিণ এশীয় অঞ্চলে যুবদের সৃজন শীল ও অনুকরণীয় যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭সালথেকে” সার্ক ইয়ূথ এ ওয়ার্ড” স্কীম চালু করা হয়। বাংলাদেশে এ এওয়ার্ড প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানা- পরিচালকে( বাস্তবায়ন) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক( জেলা কার্যালয়)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

কমুনওয়েলথ ইয়ূথ এ ওয়ার্ড প্রাদান-

যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান। সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদি বাসী যুবদের উন্নয়ন্মূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্পভিত্তিক কমিউনিটি ডেভেল পমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বাংলাদেশী যুব/যুব সংগঠনকে কমনোয়েলথ ইয়ূথ এ ওয়ার্দ প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানা- পরিচালকে( বাস্তবায়ন) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক( জেলা কার্যালয়)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

জাতীয়যুবপুরস্কার-

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক  আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে  এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে  সে  সকল যুব/যুবমহিলা প্রকল্প গ্রহনকারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালক
উপ-পরিচালক( জেলাকার্যালয়)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

তথ্যপ্রদান-

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল প্রকার সেবা কর্মকান্ডের তথ্য  প্রদান করা হয়ে থাকে।

যোগাযোগের ঠিকানাঃ সহকারী পরিচালক,লালমনিরহাট জেলা কার্যালয়
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কার্যালয়,লালমনিরহাট সকল।

বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগঃ

সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা যাবে,
মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর,১০৮মতিঝিল বা/এ ঢাকা।
          অথবা

উপ-পরিচালক,
যুব উন্নয়ন অধিদপ্তর
যুব ভবন, হাড়ীভাঙ্গা,লালমনিরহাট।

টেলিফোন নং- 059161579

          অথবা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

লালমনিরহাট সদর ।

টেলিফোন নং- 059162376